২০২০ শিক্ষাবর্ষে চট্টগ্রাম মহানগরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি লড়াই

0
1443

২০২০ শিক্ষাবর্ষে চট্টগ্রাম মহানগরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি লড়াই

দখিনা ডেস্ক: ২০২০ শিক্ষাবর্ষে চট্টগ্রাম মহানগরের ৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি লড়াই ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। এর মধ্যে পঞ্চম-অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তীচ্ছুদের ভর্তি পরীক্ষায় বসবে। জেএসসি, জেডেসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে । প্রায় চার হাজার শূন্য আসনের বিপরীতে প্রায় ৫৩ হাজার জন শিক্ষার্থী রয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইটিসি শাখা থেকে জানা যায়, স্কুলগুলোকে তিন ভাগে ভাগ করে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর শনিবার ও ২২ ডিসেম্বর রবিবার ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তিনটি গ্রুপের মধ্যে ‘ক’ গ্রুপে রয়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ তিনটি স্কুলের ভর্তি পরীক্ষা ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার। 

‘খ’ গ্রুপে আছে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় ও সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এসব স্কুলে ভর্তি পরীক্ষা হবে ২১ ডিসেম্বর শনিবার। 

এ ছাড়া ‘গ’ গ্রুপের অধীনে গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে ২২ ডিসেম্বর রবিবার।