চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩ দিনব্যাপী ৪র্থ এসএমই মেলা
দখিনা ডেস্ক: ২১ ডিসেম্বর শনিবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বারের তিন দিনব্যাপী চতুর্থ এসএমই ফেয়ারের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন। তিনি দেশের তরুণদের চাকরি না খুঁজে সরকারি, বেসরকারি প্রশিক্ষণ, সুযোগ কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, সরকার ব্যবসাবান্ধব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশ হবে।অর্থনীতির বড় খাত আরএমজি। দ্বিতীয় হচ্ছে লেদার গুডস। কিন্তু দুই খাতের মধ্যে অনেক পার্থক্য। তাই সরকার আইটিসহ ৪টি খাতের উন্নয়নের উদ্যোগ নিচ্ছে।
চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতির বক্তব্যে বলেন, দেশের ৮০ লাখ ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান আছে। জাপান ও চীনে প্রচুর এসএমই উদ্যোক্তা আছেন। তাই তাদের অর্থনীতি শক্তিশালী। তাদের টেকসই উন্নয়ন হচ্ছে। তিনি ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝারি উদ্যোক্তায় পরিণত করতে সকলের সহযোগিতা চান । তিনি বলেন, এসএমই খাতের নারী উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ প্রয়োজন। পণ্যের গুণগতমান ও ভ্যালু বাড়াতে সরকারি বেসরকারি গবেষণা, পরামর্শ, সহযোগিতা দরকার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক একেএম মহিউদ্দিন আজাদ বলেন, এসএমই খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক আন্তরিকভাবে কাজ করছে। তিনি আশা করেন এ মেলা এসএমই খাতের বিকাশে ভূমিকা রাখবে।
স্বাগত বক্তব্যে চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহ সভাপতি ওমর হাজ্জাজ বলেন, শতবর্ষী এ চেম্বার দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় এসএমই ফেয়ারের আয়োজন। এটি চতুর্থ আয়োজন। আশাকরি সবার অংশগ্রহণে এ মেলা সফল হবে।ধন্যবাদ বক্তব্য দেন চেম্বার পরিচালক অহীদ সিরাজ চৌধুরী স্বপন।
মেলায় হাতে তৈরি আকর্ষণীয় সব চামড়ার ব্যাগ, বেল্ট, মানিব্যাগ, জুতো, গহনা, শাল, জামদানি ও তাঁতের শাড়ি, ফতুয়া, বিষমুক্ত শুঁটকি, প্লাস্টিক পণ্য, খাদ্যপণ্য, শিল্পকারখানার যন্ত্রপাতির স্টল রয়েছে।রাঙামাটির কোমর তাঁত, রংপুরের শতরঞ্জিসহ অনেক ক্ষুদ্র উদ্যোক্তা এসএমই ফেয়ারে নিজস্ব পণ্য নিয়ে এসেছে। নওগাঁ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্টলে, চাল, চিনি, চা পাতা, চানাচুর প্যাকিং মেশিন, রুটির খামির মিকশ্চার, কেকের খামির মিকশ্চার মেশিন পাওয়া যাচ্ছে আড়াই থেকে পাঁচ লাখ টাকায়। একই ধরনের মেশিনারি যন্ত্রপাতি মিলছে ইমটেক্স প্যাকেজিংয়ের স্টলেও।