‘জঙ্গিবাদ নির্মূলে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলেছে বাংলাদেশ’

0
396

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এবং সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম বলেছেন, ‘জঙ্গিবাদ নির্মূলে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলেছে বাংলাদেশ। আমরা এখন তাদের চেয়েও ভালো অবস্থানে।’

বৃহস্পতিবার রাজধানীর ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির আয়োজনে ‘উগ্রবাদ বিরোধী’ শিক্ষার্থী সংলাপ-২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মনিরুল ইসলাম, ‘হলি আর্টিজান হামলার পরে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। জঙ্গিবাদের মূল টার্গেট ছাত্ররা। কারণ তাদের সহজে দলে ভেড়ানো যায়। বিশেষ করে তাদের মাথায় ধর্মের নানান অপব্যাখ্যা ঢুকিয়ে আক্রমণাত্মক করে তোলা হয়। আবার তাদেরকে দিয়ে মানুষ হত্যার নামে বিভিন্ন প্যাকেজের লোভ দেখানো হয়। ফলে সহজেই একজন শিক্ষার্থী জঙ্গিবাদে জড়িয়ে যাচ্ছে। আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি।’

টিটিটিসি প্রধান বলেন, ‘জঙ্গিবাদ বিষয়টি যেহেতু মননের তাই এটি জেল বা মেরে সমাধান করা যাবে না। তাই আমরা সচেতনতার পথ বেছে নিয়েছি। আর এই সচেতনতায় অংশ নিবে স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা।’