প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ট্রাস্টি বোর্ডের সভা

0
656

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ট্রাস্টি বোর্ডের সভা

শনিবার ২৮ ডিসেম্বর সকাল ১১ টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা উপমন্ত্রী ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, হাসিনা মহিউদ্দিন, রেমন্ড আরেং, বোরহানুল হাসান চৌধুরী সালেহিন, সাবিহা মুসা, প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার খুরশিদুর রহমান উপস্থিত ছিলেন।

সভায় প্রিমিয়ার ইউনিভার্সিটির নতুন ভবন নির্মাণ, পুরনো ভবনসমূহের রক্ষণাবেক্ষণ, সংস্কার নিয়ে আলোচনা হয়। এসব নতুন ভবন নির্মাণ ও পুরনো ভবনের সংস্কারের জন্য বোর্ড অব ট্রাস্টিজের সদস্যদের অন্তর্ভুক্ত করে এবং বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠনের প্রস্তাবনা অনুমোদিত হয়। এছাড়া বোর্ড অব ট্রাস্টিজের বিগত সভাসমুহের কার্যবিবরণী অনুমোদন করা হয়। ৯ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভার কার্যবিবরণী অবহিত করা হয়।