১০ জানুয়ারি থেকে বিশ্ব ইজতেমা

0
495

টঙ্গীর তুরাগ নদীর তীরে চলছে তাবলীগ জামায়াতের সবচেয়ে বড় জমায়েত বিশ্ব ইজতেমার প্রস্তুতি। মুসুল্লিদের জন্য স্বেচ্ছাশ্রমের মাধ্যমে চলছে ময়দানের কাজ। বিশ্ব ইজতেমা সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে গাজীপুর জেলা প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

১০ জানুয়ারি থেকে তুরাগ নদীর তীরে শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। চলছে প্রস্তুতি।ইজতেমা ময়দানে প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গা থেকে এসে মুসুল্লিরা স্বেচ্ছাশ্রমে কাজ করছেন। এরই মধ্যে ময়দানের প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। আল্লাহর সন্তুষ্টির জন্যই স্বেচ্ছায় কাজ করছেন তারা।

সুষ্ঠুভাবে ইজতেমা সম্পন্ন করতে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এছাড়া সব সেবা নিশ্চিতে কাজ করছে সিটি করপোরেশন।

এদিকে, ভেজাল বিরোধী অভিযানসহ যে কোনো অপরাধের তাৎক্ষণিক সাজা দেয়ার জন্য ইজতেমা এলাকায় থাকবে মোবাইল কোর্ট এবছর আলাদাভাবে জোবায়েরপন্থি ও সাদ পন্থিদের ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। ১২ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে মাওলানা জোবায়ের পন্থিদের জন্য প্রথম পর্ব। পরে ১৭ জানুয়ারি থেকে শুরু দ্বিতীয় পর্বে হবে সাদপন্থিদের ইজতেমা। ১৯ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই পর্ব।