ইরাকের রাজধানী বাগদাদে রকেট হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হয়েছেন। সোলাইমানি ছিলেন ইরানের এলিট বাহিনীর কুদস ব্রিগেটের প্রধান। বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে এই হামলায় আরও ছয়জন হাশদ আশ শাবি’র সদস্য নিহত হয়েছেন।
কারা এই রকেট হামলা করেছে তা এখনও কোনও পক্ষ থেকে স্বীকার করা হয়নি।
বিবিসি জানায়, ইরাকি রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে আরও বলা হয়, হামলায় ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহুদি আল-মুহান্দিসও নিহত হয়েছেন।
মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা বলছেন, এই মৃত্যু ইরাক ও পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি বড় ঘটনায় পরিণত হতে যাচ্ছে। এই অঞ্চল ইতেমাধ্যেই যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে।
এদিকে ইরানি সংবাদ মাধ্যম পার্সটুডে জানিয়েছে, ইরাকের রাজধানী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার ভোররাতে রকেট হামলা হয়েছে। অজ্ঞাত অবস্থান থেকে বিমানবন্দর লক্ষ্য করে অন্তত চারটি রকেট নিক্ষেপ করা হয়। এর ফলে সেখানে মোতায়েন জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবির অন্তত পাঁচ জওয়ান নিহত হয়েছেন।