২২শে জানুয়ারি ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন

0
381

দক্ষিণ এশিয়ায় ই-পাসপোর্ট চালু করছে একমাত্র বাংলাদেশই, আগামী ২২শে জানুয়ারি এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। দুপুরে সচিবারয়ে ই-পাসপোর্ট ভবন ও ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন বিষয়ক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ই-পাসপোর্টের আবেদন ফরম সত্যায়ন করতে হবে না। তবে আগের মতোই পুলিশ ভেরিফিকেশন থাকছে। ফরমে একজন গ্রাহককে প্রায় ৮৪ ধরনের তথ্য দিতে হবে। এর মধ্যে তারকা চিহ্নিত অন্তত ৪২টি তথ্য অবশ্যই দিতে হবে বলেও জানান তিনি।