হাইকোর্টে জামিন আবেদন করলেন প্রথম আলো সম্পাদক

0
448

 

রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাইমুল আবরারের মৃত্যুর ঘটনার মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ পাঁচ জন।
আজ রবিবার দুপুরে এ বিষয়ে শুনানি হতে পারে।

এর আগে আবরারের অবহেলাজনিত অপমৃত্যুর মামলায় প্রথম আলোর সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পারোয়ানা জারি করেন আদালত। গত ১৬ই জানুয়ারি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হকের আদালত এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক আব্দুল আলীম আদালতে তদন্ত প্রতিবেদন দেন। এতে বলা হয়, কর্তৃপক্ষের অবহেলার কারণেই আবরারের মৃত্যু হয়েছে। তদন্ত প্রতিবেদনে দশ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

শুনানি শেষে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, কিশোর আলোর সম্পাদক আনিসুল হক, কবির বকুল, শুভাশিষ প্রামাণিক শুভ, মহিতুল আলম পাভেল, শাহপরাণ তুষার, জসিম উদ্দীন অপু, মোশাররফ হোসেন, সুজন, কামরুল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

পহেলা নভেম্বর কিশোর আলোর বর্ষপূর্তি অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে আবরারের মৃত্যুর পর থানায় একটি অপমৃত্যু মামলা করেছিলেন তার বাবা মুজিবুর রহমান।

প্রসঙ্গ, গত ১লা নভেম্বর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত কিশোর আলোর বর্ষপূর্তিতে এসেছিল আবরার। সেখানে বিকালে অনুষ্ঠান চলাকালে বিদুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে ওই মাঠে স্থাপিত জরুরি মেডিকেল ক্যাম্পের দু’জন বিশেষজ্ঞ চিকিৎসক নাইমুলকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর তাকে মহাখালীর বেসরকারি ইউনিভার্সেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবরারকে মৃত ঘোষণা করেন।