দুর্নীতিতে কোন দেশের অবস্থান কোথায়: সূচক ২০১৯

0
448

জার্মানির বার্লিনভিত্তিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল  তাদের দুর্নীতি ধারণা সূচক ২০১৯ প্রকাশ করেছে৷ এই সূচকে বাংলাদেশের দুর্নীতি পরিস্থিতি আগের মতোই রয়েছে৷ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতির তুলনামূলক চিত্র তুলে ধরে করাপশন পারসেপশন ইনডেক্স বা সিপিআই সূচকের মাধ্যমে৷ দুর্নীতি নিয়ে বিভিন্ন দেশের ব্যবসায়ী, বিনিয়োগকারী, গবেষক, বিশ্লেষকদের ধারণার উপর ভিত্তি করে শুন্য (উচ্চ দুর্নীতিগ্রস্ত) থেকে ১০০ (কম দুর্নীতিগ্রস্ত) পর্যন্ত স্কোরে সূচকটি পরিমাপ করা হয়৷ ছয়টি তথ্য নিয়ে সূচকটি তৈরি৷ তার মধ্যে রয়েছে দুর্নীতি ও ঘুস আদান-প্রদান, স্বার্থের সংঘাত ও তহবিল অপসারণ, দুর্নীতিবিরোধী উদ্যোগ ও অর্জনে বাধা, ব্যক্তিগত বা রাজনৈতিক দলের স্বার্থে সরকারি পদমর্যাদার অপব্যবহার, সরকারি কাজে বিধিবহির্ভূত অর্থ আদায়, দুর্নীতি সংঘটনকারীর বিচারে সরকারের সাফল্য ও ব্যর্থতা৷ অনেকে মনে করে এই সূচক বিশ্বরাজনীতি এবং পশ্চিমা দেশ দ্বারা প্রভাবিত ।

কম দুর্নীতিগ্রস্ত দেশ:  টিআই-এর দুর্নীতি ধারণা সূচক ২০১৯ অনুযায়ী সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ নিউজিল্যান্ড ও ডেনমার্ক৷ দুই দেশেরই সমান স্কোর, ১০০-তে ৮৭৷

কম দুর্নীতিগ্রস্ত দেশের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে নর্ডিক দেশ ফিনল্যান্ড৷ তাদের স্কোর ৮৬৷

নিউজিল্যান্ড, ডেনমার্ক, ফিনল্যান্ডের পরে চতুর্থ অবস্থানে সুইজারল্যান্ড৷ দেশটির স্কোর ৮৫৷ একই স্কোর পেয়েছে সিঙ্গাপুর ও সুইডেনও৷

সপ্তম অবস্থানে রয়েছে নরওয়ে৷ এই নর্ডিক দেশের স্কোর ৮৪৷

অষ্টম অবস্থানে রয়েছে নেদারল্যান্ডস৷এই দেশের স্কোর ৮২

নবম অবস্থানে রয়েছে লুক্সেমবুর্গ ও জার্মানি, দেশ দুটির স্কোর ৮০৷

সবচেয়ে দুর্নীতিগ্রস্ত : ১৮০ টি দেশের মধ্যে সবার নীচে সোমালিয়া৷ সাব সাহারা আফ্রিকার দেশটির স্কোর মাত্র নয়৷ সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের মধ্যে সোমালিয়ার পর রয়েছে ইয়েমেন, ভেনেজুয়েলা, ইকুইটোরিয়াল গিনি, সুদান ও আফগানিস্তান৷

সিপিআই ২০১৯-এ বাংলাদেশের স্কোর ২৬, অর্থাৎ একেবারে আগের বছরের সমান৷ তবে দেশের ক্রমে বাংলাদেশ একধাপ এগিয়েছে৷ তালিকায় নীচের দিক থেকে ১৪-তে রয়েছে বাংলাদেশ৷ একই অবস্থানে আছে অ্যাঙ্গোলা, গুয়াতেমালা, হন্ডুরাস, ইরান, মোজাম্বিক ও নাইজেরিয়া৷

সব মিলিয়ে ১৮০ টি দেশের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের নীচে রয়েছে শুধু আফগানিস্তান৷ সূচকে তাদের অবস্থান ১৭৩৷ অন্যদিকে এই অঞ্চলে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ভুটান (২৫তম)৷ এরপর রয়েছে ভারত (৮০তম), শ্রীলঙ্কা (৯৩তম), নেপাল (১১৩তম), পাকিস্তান (১২০তম), মালদ্বীপ (১৩০তম), বাংলাদেশ (১৪৬তম)৷