করোনাভাইরাসে একদিনে প্রাণহানিতে নতুন রেকর্ড।
চীনে নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৮৯ জন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১১ জনে। এর মধ্য দিয়ে মৃত্যুর সংখ্যার দিক থেকে প্রাণঘাতী সাসর্কেও ছাড়িয়ে গেল করোনাভাইরাস। আর একদিনে ২ হাজার ৬শ সহ আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার বলে জানিয়েছে চীনা স্বাস্থ্য মন্ত্রণালয়।
এ যেন মৃত্যুর মিছিলে আলোর অপেরা। করোনা আক্রান্ত দেশটির বিভিন্ন বড় শহরে শনিবার রাতের আকাশে দেখা যায় অদ্ভূত দৃশ্য। সুউচ্চ ভবনগুলো উজ্জল হয়ে রঙ্গিন আলোর ঝলকানিতে। করোনার উৎপত্তিস্থল উহানের সমর্থনে এই আলোকসজ্জা। সবার কণ্ঠেই এক সুর, শক্ত থাকো উহান।