পাঁচ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা।
পাঁচ সংসদীয় আসনের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শনিবার, গণভবনে দলের সংসদীয় বোর্ড এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এসব প্রার্থী চূড়ান্ত করা হয়।
আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১০ আসনে মনোনয়ন পেয়েছেন শফিউল ইসলাম মহিউদ্দিন। এছাড়া যশোর-৬ আসনের শাহীন চাকলাদার, গাইবান্ধা-৩ আসনে উন্মে কুলসুম, বগুড়া-১ আসনে সাহাদারা মান্নান এবং বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন আমিরুল ইসলাম মিলন।
ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ১০, বগুড়া-১ আসনের জন্য ১৯, যশোর-৬ আসনের জন্য ১৩, বাগেরহাট-৪ আসনে ১১ এবং গাইবান্ধায় ২৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেন।
আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গত ৯ ফেব্রুয়ারি থেকে ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়, যা শেষ হয় ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায়।
আগামী মার্চের শেষ সপ্তাহে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। রবিবার তফসিল ঘোষণার কথা রয়েছে।