টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে নারী নিহত

0
537

কক্সবাজার টেকনাফের রোহিঙ্গা শিবিরের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। নিহত নূর নাহার (৪০) টেকনাফের লেদা রোহিঙ্গা শিবিরের বি-বক্লের বাসিন্দা নূর আলমের স্ত্রী।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা শিবিরে এ সংঘর্ষ হয়।

টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মনির এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লেদা রোহিঙ্গা ক্যাম্পে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। মরদহে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।