পাকিস্তানে পুলিশ ভ্যানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০

0
377

পাকিস্তানে পুলিশ ভ্যানে আত্মঘাতী বোমা হামলায় ১০ জন নিহত হয়েছেন। এছাড়া অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ডন।

তারা জানায়, সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় এই আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা আছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিস্ফোরণের সময় ঘটনাস্থলে অনেক গাড়ি ছিল। সেগুলোর বেশ কয়েকটি পুড়ে গেছে। তবে বিস্ফোরণের কারণ কী এবং কারা এটি ঘটিয়েছে সে সম্পর্কে এখনও নিশ্চিত করে জানা যায়নি। কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে। এদিকে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।