জিপির বাকি টাকা তিন মাসে পরিশোধের নির্দেশ

0
438

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) তিন মাসের মধ্যে পাওনা আরো এক হাজার কোটি টাকা দিতে গ্রামীণফোনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৬ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এ সময় আদালত বলেন, বিদেশে কোম্পানিগুলো দেশে ব্যাবসা করতে চাইলে আইন মেনেই করতে হবে।

এর আগে তিন মাসের মধ্যে গ্রামীণফোনকে দুই হাজার কোটি টাকা দেয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত।

এরমধ্যে একহাজার কোটি টাকা গতকাল রোববার (২৩ ফেব্রুযারি) বিটিআরসিকে দেয় গ্রামীণফোন। বিটিআরসির দাবি, তারা গ্রামীণফোনের কাছে ১২ হাজার ৫৭৯ কোটি টাকা পাবে।