মিশরের ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক মারা গেছেন।

0
382

মিশরের ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক ৯১ বছর বয়সে মারা গেছেন। মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২০ দেশটির সরকারি টেলিভিশনের খবরে বলা হয়েছে, কয়েক সপ্তাহ আগে অসুস্থ হোসনি মুবারকের অস্ত্রপচার সম্পন্ন হয়েছিল। পরে মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কায়রোর একটি সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।

মুবারকের ছেলে আলা মুবারক টুইটারে জানিয়েছেন, জানুয়ারি মাসে তাঁর বাবার একটি অপারেশন হয়েছিল৷ এরপর থেকে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন৷

২০১১ সালে মিশরজুড়ে বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়েন দেশটির সাবেক এ একনায়ক। ১৯৮১ থেকে ত্রিশ বছর মিশর শাসন করেন তিনি।মুবারকের পদত্যাগের পর মিশরে প্রথমবারের মতো নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল৷ এতে জয়ী হয়েছিলেন মোহামেদ মুরসি৷

ক্ষমতা ছাড়ার পরপরই বিভিন্ন অভিযোগে তাকে কারাগারে পাঠায় আদালত। কিন্তু ২০১৩ সালে সামরিক অভ্যুত্থানের পর সব অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

মুবারকের মৃত্যুর পর প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশ করা বিবৃতিতে মুবারককে ‘সামরিক নেতা ও সমর নায়ক’ হিসেবে উল্লেখ করা হয়েছে৷ এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি শোকপ্রকাশ করা হয়৷