ইরানের নারী ও পরিবার কল্যাণবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মিডেল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে, এ ভাইরাসে আক্রান্ত হন ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি ও সংসদ সদস্য মাহমুদ সাদেগির। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে ইরানে এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২৫৪ জন।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মিডেল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইরানে নতুন করে ১০৬ জনকে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। চীনের বাইরে এখন পর্যন্ত এ ভাইরাসে সর্বোচ্চ প্রাণহানির ঘটনাও ঘটেছে ইরানে।