করোনা ভাইরাসের কারণে ধস নেমেছে চীনের বাণিজ্যে

0
367

করোনা ভাইরাসের কারণে ধস নেমেছে চীনের আমদানি-রফতানি বাণিজ্যে। স্থবির হয়ে পড়ছে দেশটির শিল্পখাত। ভাইরাস নিয়ন্ত্রণে না আসায় চলতি বছরের জন্য আবারো দেশটির প্রবৃদ্ধি কমিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশের আর্থিক দুরবস্থার নেতিবাচক প্রভাব পড়ছে পুরো বিশ্বে।

চলমান করোনা ভাইরাসের প্রকোপে ইকোনমিক পাওয়ার হাউজ চীনে অর্থনীতির শক্তিশালী চালিকাশক্তি কাঁচামালের আমদানি রফতানি কমেছে। ব্যবসায়িক ক্ষতি হয়েছে কোটি কোটি ডলার। রাজস্ব হারাচ্ছে দেশটির সরকার। ধস নেমেছে পুরো সরবরাহ ব্যবস্থায়।

বিশ্বের অন্যতম রফতানিকারক এ দেশের আমদানি রফতানি ব্যাহত হওয়ায় দেশটি থেকে ব্যবসায়িক কার্যক্রম গুটিয়ে নিয়েছে অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলছে, ২০২০ সালে চীনের প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ৬ শতাংশ, পুরো বিশ্ব প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ২ শতাংশ।

ভাইরাস আতঙ্কে ঘরে অবরুদ্ধ থাকতে হয় বলে চীনসহ করোনার প্রকোপ বেড়েছে এমন সব দেশে বেড়েছে অনলাইনে বেচাকেনা, ইন্টারনেটের ব্যবহার আর মোবাইলে গেমস খেলার প্রকোপ। চীন অন্যতম বাণিজ্যিক অংশীদার দেশ হওয়ায় করোনার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্রাজিলের অর্থনীতি। ডলারের বিপরীতে কমেছে রিয়েলের মান। করোনা আতঙ্কে দেশটিতে বেড়েছে মাস্কের বিক্রি।