ইচ্ছে করে

0
561

ইচ্ছে করে -নাজমুল হুদা

ইচ্ছে করে কুঞ্জকলির বালির চরে রাত্তিরে
কেউ রবে না থাকবে শুধু ইচ্ছেগুলো সঙ্গে মোর।
ইচ্ছে করে উঠবে হেসে অমানিশির আঁধার রাতে
কৃষ্ণকালো মেঘের মাঝে শরতকালের সেই শশী ।

নীল আকাশের দূর নীলিমায় মিশে যেতে ইচ্ছে করে।
ইচ্ছে করে পাখির মত ডানা মেলে যাই উড়ে।
ইচ্ছে করে নিত্য দিনে আড্ডা দিয়ে কাটাই কাল।
ইচ্ছে করে হাঁসের মত ডুব সাঁতারে রই মগন!

ইচ্ছে করে চাঁদনী রাতে ঘাসের ’পরে রই শুয়ে।
ইচ্ছে করে প্রিয়ার চুলের ঘ্রাণ নিয়ে হই উন্মাতাল!
ইচ্ছেরা সব ইচ্ছে হয়ে ইচ্ছা মত পালিয়ে যায়
ইচ্ছেরা সব মিলায় যেন স্বপ্নসম ঘুম ভেঙে।

হঠাৎ হঠাৎ ইচ্ছে যে হয় বসে গাছের  মগডালে
আপন মনে পাতার বাসায় ভালবাসার ডাল মেলে
ফুল ফুটিয়ে ফল ফলিয়ে দিই বিলিয়ে জগতভর
সুখের বানে যাক ভেসে যাক দশদিগন্ত নিঃসীমে!

সঙ্গীবিহীন সঙ্গ যত সবার সাথে রই মিশে
অচিন দেশের অচিনপুরীর সন্ধানে হই ঘর-বাহির।
শূন্য হাতে হৃদয় ভরে ভরসা করে প্রেম পুঁজি
ইচ্ছেটাকেই খুঁজছি যেন হদ্দ হয়ে রাত্রিদিন।

সদ্য ফোটা গোলাপ কুঁড়ি, কাঁটাবিহীন নয় তবু
আকুল করা সুরভি তার ব্যাকুল করে মন দেহ ।
দেয় সে ব্যথা, দেয় আনন্দ একই সাথে ভিন্ন স্বাদ
ইচ্ছে করে তবু পেতে সে গোলাপটা নিজ হাতে।

nazmulhuda1347@gmail.com লেখক: নাজমুল হুদা উপসচিব (অব:); দখিনা:২৮-১০-১৭