করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বে নেমেছে বিপর্যয়৷ তবে যুক্তরাষ্ট্রে মাত্রাটা অনেক বেশি৷ যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা নিউইয়র্কের৷নিউইয়র্ক’এখন মৃত্যুপুরী’; গোটা দেশের মোট আক্রান্তের ৩৪ ভাগই নিউইয়র্কের৷ ভাইরাসটির প্রাদূর্ভব প্রথমে চীনে দেখা গেলেও চীন পরিস্থিতি সামলে নিয়েছে৷ এশিয়া থেকে ইউরোপেও ছড়িয়ে পড়লে শুরুতে মৃত্যুর সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গিয়েছিল ইতালি, ঠিক পেছনেই ছিল স্পেন৷ কিন্তু এখন সবাইকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র৷ মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে সেখানে৷
ফলে করোনায় মৃতদের জন্য এখন আর কবর খুঁজে পাওয়া যাচ্ছে না৷ গণকবর দেয়া শুরু করতে হয়েছে বাধ্য হয়ে৷ যে হারে করোনা ভাইরাসে আক্রান্তদের মৃত্যু হচ্ছে, সেই হারে আলাদাভাবে সবাইকে কবর দেয়ার জায়গা এবং এত বড় কর্মযজ্ঞে শরিক হওয়ার মতো লোকবলের অভাব রয়েছে৷ তাই বহু মানুষকে কবর দেয়া হচ্ছে একসঙ্গে৷
মৃত্যুহার খুব দ্রুত কমাতে না পারলে যুক্তরাষ্ট্রে কত জায়গায় গণকবরের ব্যবস্থা করতে হবে তা এখন বলা মুশকিল৷ তবে নিউইয়র্কের অন্তত একটি গণকবরের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে৷ড্রোন থেকে তোলা ছবিতে দেখা যায়, করোনা ভাইরাসে মৃতদের জন্য কবর খোঁড়ার কাজ চলছে পুরোদমে৷লম্বা লাইনে অনেক মৃতদেহ পাশাপাশি কবর দিয়েও চলছে না, কয়েক স্তরে কবর দেয়া হচ্ছে করোনায় মৃতদের৷
মৃতদের হাসপাতাল থেকে সরাসরি নিয়ে যাওয়া হচ্ছে গণকবরে৷ সংক্রমণ এড়াতে মৃত ব্যক্তির আত্মীয়স্বজনদের অনুপস্থিতিতেই দেয়া হচ্ছে কবর৷