চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩০ নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড কাউন্সিলর মাজহারুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মে ২৬ মঙ্গলবার রাত ৯ টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান । তাঁর বয়স হয়েছিল ৬৮ । গত সপ্তাহে চট্টগ্রামে করোনা টেস্ট করিয়েছিলেন কাউন্সিলর মাজহারুল ইসলাম। তবে তার করোনা নেগেটিভ আসে। পরবর্তীতে তার সন্দেহ হলে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চলে যান। তার ছেলেও ডাক্তার হওয়ায় সেখানে টেষ্ট করলে করোনা ফলাফল পজিটিভ আসে। পরবর্তীতে আনোয়ার খান হাসপাতালে ৫ দিন চিকিৎসাধীন থেকে আজকে রাতে মারা গেছেন।
প্রসঙ্গত, মাজহারুল ইসলাম ২০১৫ সালের ২৮ এপ্রিল অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। তিনি সদরঘাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। চট্টগ্রাম চেম্বার এবং সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের নেতা হিসেবেও তিনি দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছিলেন।