চির বিদায় নিলেন মোহাম্মদ নাসিম

0
426

আটদিন কোমায় থাকার পর সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম শনিবার ১৩ জুন বেলা ১১টা ১০ মিনিটে রাজধানীর একটি স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চির বিদায় নিলেন ।তার বয়স হয়েছিল ৭২ বছর।

গত ১ জুন সকালে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। পরে রাতে তার করোনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে। তবে পর দিন থেকে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয় ৷ কিন্তু ৫ জুন ভোরে ব্রেন স্ট্রোক করেন। ওইদিনই জরুরিভাবে তার অপারেশন করা হয়। অপারেশনের পর চিকিৎসকরা তাকে ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রেখেছিলেন। পরে গত ৬ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৫ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। বিকেলে মেডিক্যাল রোর্ড সভা করে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করেন। চিকিৎসকদের বোর্ড তাকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেন। ৯ জুন তার পুনরায় করোনা ভাইরাস পরীক্ষা করা হয়। ওইদিন করোনা রিপোর্ট নেগেটিভ আসে। এ অবস্থায় গত পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার চেষ্টাও করা হয় ৷ কিন্তু তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হওয়ায় বিদেশ নেওয়ার মতো অবস্থা থাকে না। ফলে চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি ৷

মোহাম্মদ নাসিম ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র বর্ষিয়ান জননেতা । করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে বতর্মান পরিস্থিতি বিবেচনায় মোহাম্মদ নাসিমের জানাজা ও অন্যান্য আনুষ্ঠানিকতা সীমিত পরিসরে পালন করা হবে। আগামীকাল রোনবার  বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে । তিনি তিন সন্তানের জনক। তার স্ত্রীর নাম লায়লা আরজুমান্দ।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম লাইফ সাপোর্টে