সার্দান ইউনির্ভাসিটির শিক্ষক-কমর্কতারা শহরের বিভিন্ন এলাকায় কর্মহীন শ্রমজীবী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন

0
892
মহামারি করোনা পরিস্থিতি সংকটের কারণে চট্টগ্রাম শহরের ১৮০ দরিদ্র ও অসহায় পরিবারের হাতে শুকনো খাদ্য সামগ্রী বিতরন করেছে সার্দান ইউনির্ভাসিটির শিক্ষক-কমর্কতারা । করোনাভাইরাসের কারণে কর্মজীবী খেটে খাওয়া মানুষ বেকার। উপার্জন বন্ধ। অনেকেই কষ্টে দিন কাটাচ্ছেন । এসব মানুষকে খাদ্যসামগ্রী হাতে তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা । শহরের বিভিন্ন এলাকায় কর্মহীন শ্রমজীবী পরিবারকে ব্যাগভর্তি  চাল, ডাল এবং আলু বিতরন করেন।এমন দুর্যোগে এক বেলা খাবার তুলে দেওয়াই এই কমর্সূচির একমাত্র উদ্দেশ্য।
এছাড়াও রমযানে ইফতার এবং প্রতিরাতে মেহদীবগে ১০০-১৩০ জনকে রাতের খাবার পরিবেশন করছে বিশ্ববিদ্যলয় কতৃর্পক্ষ। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও স্বপ্রণীত হয়ে আর্তমানবতায় বিভিন্ন এলাকায় ত্রান বিতরন করছে ।