চট্টগ্রাম বন্দরে কেমিক্যালের শেডে ভয়াবহ আগুন

0
600

চট্টগ্রাম বন্দরে কেমিক্যালের শেডে ভয়াবহ আগুন

চট্টগ্রাম বন্দরের চার নম্বর বার্থের একটি শেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ১৫ জুলাই বিকাল ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কেমিক্যালের শেডে আগুন লাগায় তা দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুন আয়ত্ত্বে আনার জন্য দমকল বাহিনী নানাভাবে চেষ্টা করেও সফল হচ্ছে না। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের লেলিহান শিখা ও প্রচণ্ড কালো ধোঁয়া অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে আজাদীকে বলেন, “বন্দরের তিন নম্বর শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল ৪ টা ১৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে বন্দরের ফায়ার সার্ভিস, নিমতলা ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা সম্ভব হয়নি।