চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সর্বশেষ এবার মোট ভোটার ১৯ লাখ ৮৮ হাজার। এখানে নতুন ভোটার হয়েছে ৮৫ হাজার। নতুন এই ভোটাররা চসিকের নির্বাচনে ‘বড় ফ্যাক্টর’ হিসেবে কাজ করবে বলে জানান সংশ্লিষ্টরা।
এর আগে গত ২ মার্চ নতুন ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। হালনাগাদকৃত খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ২০০২ এর আগে যাদের জন্ম তাদের এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এবার নগরে ৮৫ হাজারসহ জেলার মোট নতুন ভোটার হচ্ছে ২ লাখ ৮৪ হাজার। এখানে হালনাগাদসহ পুরাতন এবং নতুন ভোটার মিলে নগর ও জেলায় সর্বমোট ভোটার হচ্ছে প্রায় ৫৯ লাখ ২২ হাজার।
চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, বয়সসীমা ১৮ বছর পূর্ণতার বিষয়ে কিছু জটিলতা ছিল। আশা করি, সেটি কেটে গেছে। এতে নতুন হিসেবে ৮৫ হাজার ভোটার এবার ভোট দিতে পারবেন। তাছাড়া এরই মধ্যে কিছু ভোটার অন্য স্থানেও চলে গেছেন বলে জানান তিনি।