ঢাকার দুই সিটির নির্বাচন : মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

0
437

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ (মঙ্গলবার)। ঢাকা উত্তর ও দক্ষিণে আওয়ামী লীগ এবং বিএনপির চার হেভিওয়েট প্রার্থী দুপুরের দিকে মনোনয়নপত্র দাখিল করবেন।

আওয়ামী লীগের দুই প্রার্থী শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম দুপুর সাড়ে বারটায় মনোনয়নপত্র দাখিল করতে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কার্যালয়ে যাবেন।

আর বিএনপির দুই প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন মনোনয়নপত্র জমা দেবেন দুপুর আড়াইটায়। এখন পর্যন্ত উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে ১০ জন, সাধারণ কাউন্সিলর পদে ৮২৮ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৭৭ জন মনোনয়নপত্র নিয়েছেন।

অপরদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে এক হাজার ৪৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৯০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ঢাকা উত্তর সিটির রিটার্নিং অফিসার মো. আবুল কাসেম ও দক্ষিণ সিটির রিটার্নিং অফিসার মো. আবদুল বাতেন জানিয়েছেন, মনোনয়ন জমার সময় প্রার্থীরা ৫ জনের বেশি লোক সমবেত করতে পারবেন না। নির্বাচনী আইন অনুযায়ী সম্ভাব্য প্রার্থীরা সর্বোচ্চ ৫ জনকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিতে পারবেন।