বিজয় দিবসে প্রিমিয়ার ইউনিভার্সিটির কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ

0
439

বিজয় দিবসে প্রিমিয়ার ইউনিভার্সিটির কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ

দখিনা ডেস্ক:  প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন  কেন্দ্রীয় শহীদ মিনারে মহান বিজয় দিবস উপলক্ষে ইউনিভার্সিটির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান । বিজয় দিবসের আলোচনা সভায় সোমবার (১৬ ডিসেম্বর) নগরীর জিইসি মোড়স্থ ড. অনুপম সেন বলেন,একাত্তরের মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ বাঙালি শহীদ হয়, ২ লক্ষ মা-বোন সম্ভ্রম হারান। বিশ্বের ইতিহাসে স্বাধীনতার জন্য এত আত্মদানের, এত সম্ভ্রমহানীর নজির আর কোথায়ও নেই। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই এদেশ ও এদেশের মানুষকে এই পরাধীনতা থেকে, এই শোষণ থেকে মুক্তি দেন। ১৯৭১ সালে তার নেতৃত্বে শুরু হয় মুক্তিযুদ্ধ । তার ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তারপর দীর্ঘ নয় মাস যুদ্ধের মাধ্যমে তারা অর্জন করে স্বাধীনতা, অর্জন করে বিজয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের প্রধানগন, কর্মকর্তা-কর্মচারী, প্রমুখ উপস্থিত ছিলেন।