কলকাতায় মানসিক প্রতিবন্ধীকে গণধর্ষণ

0
1127

কলকাতার কাশীপুরে এবার মানসিক ভারসাম্যহীন এক মহিলা গণধর্ষণের শিকার হয়েছেন। সোমবার ভোররাতে একই এলাকার ৩/৪ জন যুবক ওই মহিলাকে ধর্ষণ করে।

চিত্পু।রের কেসি রোড এলাকায় গঙ্গার ধারে একটি ঝুপড়িতে থাকতেন ওই মানসিক ভারসাম্যহীন মহিলা।চিত্পু্র থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি গুদামের মধ্যে টাটা-৪০৭ গাড়িতে মহিলাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

পুলিশ জানায়, মহিলাকে গণধর্ষণের পর গুদামের সামনে ফুটপাতে পড়ে থাকতে দেখে সতীশ তিওয়ারি নামে এক দারোয়ান চিত্পুুর থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে ওই মহিলাকে চিকিৎসার জন্য আরজিকর হাসপাতালে নিয়ে যান। পুলিশ জানিয়েছে, ডাক্তারি পরীক্ষার পর ধর্ষণের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, এ ঘটনায় শঙ্কর রায় ও রামমুরদ গুপ্ত নামের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।