সিসিকে প্রেসিডেন্ট করতে মিশরের অন্তর্বর্তী সরকারের পদত্যাগ

0
1131

মিশরের প্রধামন্ত্রী হাজেম আল বেবলাউয়ির নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পদত্যাগ করেছেন। তবে পদত্যাগের সুস্পষ্ট কোনো কারণ জানানো হয়নি।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে প্রধানমন্ত্রী বেবলাউয়ি টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন।তিনি বলেন, ‘তার সরকার পদত্যাগ করছে মূলত সেনাপ্রধান ফিল্ড মার্শাল আবদুল ফাত্তাহ আল সিসির প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার পথকে সুগম করতে।’

এর আগে সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম আল-আহরাম এ সরকারের মেয়াদ শেষ হবার ইঙ্গিত দেয়।গত জুলাই মাসে মিশরের প্রথম গণতান্ত্রিক ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে অপসারণের পর বেবলাউয়ি সরকারকে ক্ষমতায় বসায় দেশটির সেনাবাহিনী।

সেনা প্রধান আল-সিসির প্রত্যক্ষ মদদেই এ সরকার ক্ষমতায় আসে এবং ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসির সমর্থক ব্রাদারহুডের আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করে।