চট্টগ্রামে যুক্ত হচ্ছে শতাধিক গণপরিবহনের বাস

0
660

চট্টগ্রামে যুক্ত হচ্ছে শতাধিক গণপরিবহনের বাস

দখিনা ডেস্ক: গামী জানুয়ারি মাসে চট্টগ্রামে গণপরিবহনের বহরে শতাধিক নতুন গাড়ি যুক্ত হচ্ছে। জানা গেছে, দেশের একটি বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান নগরীতে ১০০টি এসি বাস নামাচ্ছে। তবে কোন রুটে এসব এসি বাস চলবে বা কত ভাড়া হবে তানিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন সড়ক পরিবহন মালিক গ্রুপের অধীনে আরো ২০টি ও জেলা প্রশাসনের উদ্যোগে স্কুলের শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে বিআরটিসির দ্বিতল বিশিষ্ট ১০টি বাস জানুয়ারিতে বহরে যুক্ত হচ্ছে। বিআরটিসি সূত্র জানায়, আগামী জানুয়ারিতে শিক্ষার্থীদের জন্য নগরীতে দ্বিতল বিশিষ্ট ১০ বাস চালু হবে। প্রতিটি বাসে ৭৩ জন করে ১০টি বাসে ৭৩০ জন যাত্রী যাতায়াত করতে পারবে। নগরীর দুটি রুটে এসব বাস চালু হবে। নগরীর ২ নম্বর গেট থেকে জিইসি টাইগারপাস হয়ে আগ্রাবাদ ও ২ নম্বর গেট থেকে চকবাজার কোতোয়ালি নিউমার্কেট টাইগারপাস হয়ে আগ্রাবাদ পর্যন্ত যাতায়াত করবে। নগরীতে গণপরিবহনে এসব নতুন গাড়ি এলে যাত্রী দুর্ভোগ কিছুটা কমবে ।