চট্টগ্রাম-সিলেট রুটে যুক্ত হতেপারে নতুন ট্রেন
দখিনা ডেস্ক: নতুন কোচ প্রাপ্তির সাপেক্ষে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা চট্টগ্রাম-সিলেট রুটে একটি নতুন ট্রেন সার্ভিস চালু করতে যাচ্ছে রেলওয়ে। যাত্রীদের অনেকদিনের দাবি, চট্টগ্রাম-সিলেট রুটে নতুন ট্রেন চালু করা। সিলেট রুটে ঢাকা ও চট্টগ্রাম মিলিয়ে ৬টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এরমধ্যে চট্টগ্রাম থেকে সিলেট রুটে চলাচল করছে পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস, চট্টগ্রাম-সিলেট রুটে দুটি ট্রেনের কথা বলা হলেও ট্রেন চলাচল করে মাত্র একটি। চট্টগ্রাম থেকে সিলেটে পাহাড়িকা এক্সপ্রেসটিই সিলেট থেকে উদয়ন এক্সপ্রেস হয়ে আসে। এছাড়া ট্রেনটিতে কোনো এসি বগিও নেই। রেলওয়ে সূত্র জানায়, ইন্দোনেশিয়া থেকে ২৫০টি নতুন কোচ আমদানি শুরু হয়েছে। এসব কোচ দিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা ও চট্টগ্রাম থেকে চাঁদপুরসহ নতুন আরো বেশ কয়েকটি রুটে ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।