তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের কষ্ট

0
700

 

এখনো পুরোপুরি কাটেনি শৈত্যপ্রবাহ। টানা তিন-চারদিন পর তাপমাত্রা কিছুটা বাড়লেও এখনো দূর হয়নি শীতের কষ্ট। সকালে কিছুসময়ের জন্য সূর্য দেখা যায়। ২৫ ডিসেম্বরের পর টানা দুদিন গুড়ি গুড়ি বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে জানুয়ারির প্রথম সপ্তাহে আরো একটি শৈত্য প্রবাহেরও আশঙ্কা রয়েছে।

টানা কয়দিনের শীতের দাপটের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে ঢাকার আকাশে। কমেছে শৈত্যপ্রবাহ ও কুয়াশা। তাতেই কিছুটা স্বস্তি নাগরিকদের। তবে ভোগান্তি এখনো কমেনি ছিন্নমূল মানুষদের। ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের ভিড়।

রোববার সকালে ঢাকার তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। রোদ ওঠায় সোমবার সকালে তা বেড়ে হয় ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

দু একদিনের মধ্যে তাপমাত্রা আরো বাড়ার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। তবে ২৫ ডিসেম্বরের পর দুদিন থাকবে গুড়ি গুড়ি বৃষ্টির শঙ্কা।

জানুয়ারির প্রথম সপ্তাহে আবারও শৈত্য প্রবাহের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।