শব্দের চেয়ে বিশগুণ গতির মিসাইল মোতায়েন করেছে রাশিয়া

0
595

শব্দের চেয়ে বিশগুণ গতির মিসাইল মোতায়েন করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: শব্দের চেয়ে বিশ গুণ গতিতে চলতে সক্ষম অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হাইপারসোনিক মিসাইলের প্রথম রেজিমেন্ট মোতায়েন করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। । আনুষ্ঠানিক ঘোষণা,   মোতায়েনের স্থান জানানো না হলেও পশ্চিমাঞ্চলীয় উরাল পর্বতমালায় মোতায়েন হতে পারে বলে আগেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই মিসাইলগুলো শব্দের চেয়ে বিশগুণ গতিতে ছুটতে পারবে এবং রাশিয়াকে অন্যান্য দেশের চেয়ে সামনে এগিয়ে নিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, ” অ্যাভনগার্ড হাইপারসোনিক গ্লাইড ভেহিকল নামের এই প্রযুক্তি ২৭শে ডিসেম্বর শুক্রবার মস্কোর স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ চালু করা হয়েছে।” এসব মিসাইলে গাইড সিস্টেম থাকছে যা এগুলোর চলার সক্ষমতা বাড়িয়ে দেবে এবং প্রতিরোধ করা অসম্ভব করে তুলবে।

২০১৮ সালের বার্ষিক স্টেট অব দ্য নেশন ভাষণে অন্যান্য অস্ত্রের পাশাপাশি অ্যাভানগার্ড ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা উন্মোচন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে সময় এটিকে উল্কাপিন্ড ও অগ্নিগোলকের সঙ্গে তুলনা করেন তিনি। ওই বছরের ডিসেম্বরে উরাল পর্বতমালার একটি ঘাঁটি থেকে পরীক্ষামূলক উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রটি ৬ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করে।

সুত্র:বিবিসি।