রাজপরিবার ছাড়ছেন প্রিন্স হ্যারি ও মেগান
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের রাজসিংহাসনের দাবিদারদের একজন প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান। সেইসঙ্গে রয়েছে তাদের ছোট্ট সন্তান। কিন্তু হ্যারি ও মেগান রাজপরিবারের সঙ্গে না থাকার ঘোষণা দিয়েছেন।তারা রাজপরিবারের ব্যয়ের জন্য বরাদ্দ অর্থ নেবেন না বলেও জানিয়েছেন এবং বলেছেন, তারা আর্থিকভাবে স্বনির্ভর জীবন-যাপন করতে চান।
বিবিসি বলছে, বুধবার রাতে প্রিন্স হ্যারি এবং তার সাবেক অভিনেত্রী স্ত্রী মেগান মার্কলের একটি যৌথ বিবৃতি ব্রিটেনে হইচই ফেলে দিয়েছে। এতে তারা বলছেন, তারা আর রাজপরিবারের দায়দায়িত্ব পালন করবেন না। এতে বলা হয়েছে, তাদের শিশু সন্তান নিয়ে জীবন-যাপনের জন্য তারা ব্রিটেন এবং উত্তর আমেরিকায় ভাগাভাগি করে সময় কাটাতে চান। প্রিন্স হ্যারি এবং মেগানের রাজকীয় উপাধি হচ্ছে সাসেক্স-এর ডিউক ও ডাচেস।
খবরে বলা হয়েছে, তারা এরই মধ্যে একটি দাতব্য প্রতিষ্ঠান তৈরি করেছেন যেটি উত্তর আমেরিকা এবং আফ্রিকায় নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করবে। তবে রাজকীয় দায়িত্ব থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়ার আগে তারা রাজপরিবারের কারো সাথে কোনো ধরনের আলোচনা করেননি। এমনকি রানীও বিষয়টি জানতেন না।