সৈয়দ মোহাম্মদ কায়সারের সাজা বহাল রেখেছে সুপ্রিম কোর্ট

0
513

স্বাধীনতা যুদ্ধ চলাকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যু দণ্ডপ্রাপ্ত জাতীয় পার্টির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের সাজা বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ রায় ঘোষণা করে। এর আগে ২০১৪ সালে একটি বিশেষ ট্রাইব্যুনাল ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলায় হত্যা, গণহত্যা ও ধর্ষণের মতো যুদ্ধাপরাধের অভিযোগ কায়সারকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে।

ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছিলেন। রায়ের পর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, আসামী পক্ষ রায় পর্যালোচনার আবেদন করতে পারবেন। অপরদিকে আসামী পক্ষের কৌশলী বলেছেন, তাঁরা রায়ের কপি পাওয়ার পর তাঁর মক্কেলের সাথে আলোচনা করে রায় পর্যালোচনার আবেদনের সিদ্ধান্ত নেবেন।