করোনাভাইরাসে মৃতের সংখ্যা হাজার ছাড়ালো

0
414

চীনের প্রণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা হাজার ছাড়ালো। এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০১৩ জনে। আক্রান্ত হয়েছে ৪২ হাজারেরও বেশি। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ৬ হাজার ৪৯৫ জন। যা মোট আক্রান্তের ১৭ শতাংশ। মঙ্গলবার চীনের স্বাস্থ্য কমিশন এসব তথ্য জানায়।

চীনের হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশন জানায়, গতকাল হুবেইতে ১০৩ জন মারা যায়। আর এদিন নতুন করে সংক্রমিত হয় ২ হাজার ৯৭ জন। সংক্রমণের এই সংখ্যা আগের দিনের চেয়ে কম। আগের দিনের তুলনায় সংক্রমণের হার ২০ শতাংশ কমেছে। মৃত্যুর সংখ্যার বিবেচনায় এখন পর্যন্ত এটিই চীনের সবচেয়ে প্রাণঘাতী দিন।

এদিকে সোমবার করোনাভাইরাস সংক্রামিত রোগীদের দেখতে একটি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানকার স্বাস্থ্য কর্মীদের সাথে কথা বলেন তিনি। স্বাস্থ্য কেন্দ্র গেলে প্রথমে তার তাপমাত্রা পরীক্ষা করা হয়। করোনাভাইরাস মোকাবেলায় আরো সঠিক পদক্ষেপ নেয়ার কথা বলেন তিনি।

চীনা প্রেসিডেন্ট বলেন, আমাদের অবশ্যই সেই আত্মবিশ্বাস থাকতে হবে যে, আমরা শেষ পর্যন্ত এই মহামারির বিরুদ্ধে লড়াইয়ে জিতব।

গত সপ্তাহে এই ভাইরাস সম্পর্কে প্রথম সতর্ক করা চিকিৎসকের মৃত্যু হলে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়ে শি জিনপিংয়ের সরকার।