সিঙ্গাপুরে ৫ বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত

0
306

সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা বাড়তে থাকায় চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন দেশটিতে বসবাসরত এক লাখ ২০ হাজারের বেশি বাংলাদেশি। এ পর্যন্ত দেশটিতে ৫ জন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন, তাদের বয়স ২৬ থেকে ৩৯-এর ঘরে।

মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭০। আপাতত সিঙ্গাপুর সরকার ভাইরাস আক্রান্ত প্রবাসীদের চিকিৎসার ব্যয় বহন করলেও, হাইকমিশনকে আরও তৎপর হওয়ার তাগিদ দিয়েছেন প্রবাসীরা।

চীনের বাইরে যেসব দেশে করোনা ভাইরাস ব্যাপক আকারে ছড়িয়েছে তার মধ্যে সিঙ্গাপুর অন্যতম। দেশটিতে শ্রমিক হিসেবে কাজ করা বাংলাদেশিরাও আক্রান্ত হওয়ায় বাঙালি পাড়ায় বিরাজ করছে থমথমে পরিবেশ। আতঙ্কে দিন কাটছে প্রবাসীদের।

সিঙ্গাপুর প্রবাসী সাংবাদিক এ কে এম মোহসীন বলেন, করোনা ভাইরাসে আক্রান্তদের ১০০ ডলার ক্ষতিপূরণ দিচ্ছে সিঙ্গাপুর সরকার। তাদের চিকিৎসাও এখানকার সরকার করাচ্ছে। আমরা আশা করছি হাই কমিশন এ ব্যাপারে আরো সজাগ হবেন।

সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনকে আরও কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সিঙ্গাপুরে বাংলাদেশি স্বাস্থ্যকর্মী মমিনুল ইসলাম বলেন, যে দেশের নাগরিকই হোক সিঙ্গাপুর সরকারই তার ব্যায় বহন করবে।