সেতু তৈরির সময় জরুরি গার্ডের ব্যবস্থা রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

0
407

সেতু তৈরির সময় জরুরি গার্ডের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে, রাজধানীর শেরেবাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এসময়, ১৩ হাজার ৬৩৯ কোটি টাকা ব্যয়ে ৯টি প্রকল্প অনুমোদন দেয়া হয়।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে: ১ হাজার ৬৮২ কোটি টাকা ব্যয়ে শরীয়তপুর-জাজিরা ও নওডোবা পর্যন্ত পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়ক উন্নয়ন প্রকল্প, ১ হাজার ৩৫১ কোটি টাকার পাটুরিয়া ও দৌলতদিয়ায় নদী বন্দর আধুনিকায়ন এবং ৬ হাজার ১৪ কোটি টাকা ব্যয়ে মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর প্রকল্প। এছাড়া ২ হাজার ৯৩১ কোটি টাকা ব্যয় হবে রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়নে।

এসব প্রকল্প বাস্তবায়নে সরকারি অর্থায়ন ৮ হাজার ৮৮৬ কোটি ৪৪ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ২৯৩ কোটি ১৬ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ সহায়তা পাওয়া যাবে ৪ হাজার ৪৫৯ কোটি ৪১ লাখ টাকা। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এসব তথ্য জানান।