পি কে হালদারসহ ২০ জনের ব্যাংক হিসেব ও পাসপোর্ট জব্দের আদেশ বহাল

0
386

পি কে হালদারসহ ২০ জনের ব্যাংক হিসেব ও পাসপোর্ট জব্দের হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।

বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের আদেশ বহাল রেখে এই আদেশ দেয়।

পি কে হালদার ছাড়াও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম. নুরুল আলম, পরিচালক জহিরুল আলম, ব্যাংক এশিয়ার সাবেক পরিচালক ইরফান উদ্দিন আহমেদ, পি কে হালদারের বন্ধু উজ্জ্বল কুমার নন্দীসহ ২০ জনের বিরুদ্ধে এই আদেশ বহাল রাখা হয়।

এর আগে, পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড থেকে অপসারিত প্রশান্ত কুমার হালদারসহ কোম্পানির শীর্ষ ২০ কর্মকর্তার পাসপোর্ট জব্দের নির্দেশ দেয় হাই কোর্ট। সেইসাথে বিচারাধীন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ২০ জনের নগদ অর্থ, গাড়ি, স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তর না করতে নির্দেশ দেয়া হয়। ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইনান্স সার্ভিস লিমিটিডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ইব্রাহিম খালেদ।