কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ডাক্তারি পরীক্ষায় তার দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, সোফি ট্রুডো এখন ভালো বোধ করছেন । চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি নির্ধারিত সময় আইসোলেশনে থাকবেন। বুধবার রাতে জানানো হয়েছিল, ফার্স্ট লেডি ব্রিটেন থেকে দেশে ফেরার পর থেকে তার মধ্যে করোনাভাইরাসের কিছু লক্ষণ দেখা যাচ্ছিল। সেইসঙ্গে এও বলা হয়েছে, সোফির ক্ষেত্রে রোগের উপসর্গ এখনও মৃদু।
এখন ডাক্তারী পরীক্ষায় ফলাফল পজিটিভ এসেছে। তবে প্রধানমন্ত্রী ট্রুডো সুস্থ আছেন এবং তার মধ্যে করোনাভাইরাসের কোনো লক্ষণ নেই। তারপরও ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তিনি সেল্ফ আইসোলেশনে থাকবেন। সম্প্রতি যেসব ব্যক্তি ট্রুডোর সংস্পর্শে এসেছেন তারা সবাই নিরাপদ বলেও জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, শুক্রবার থেকে ট্রুডো আবার অফিস করবেন। পাশাপাশি ফার্স্ট লেডি সোফি ট্রুডো আশা করছেন যে, তিনি শিগগিরই পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবেন।
