সার্দান ইউনির্ভাসিটিতে স্প্রিং ২০২০ ভর্তি ফরম বিতরণ

0
925

সার্দান ইউনির্ভাসিটিতে স্প্রিং ২০২০ ভর্তি ফরম বিতরণ চলছে ।

সার্দান ইউনির্ভাসিটিতে স্প্রিং ২০২০ সালের ভর্তি ফরম বিতরণ ও  ভর্তি র্কায্যক্রম চলচ্ছে । বিভিন্ন বিভাগের আগামী ২৭ ডিসেম্বর থেকে  ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে । পছন্দের বিষয়ে ভর্তি হতে শিক্ষার্থীরা সকাল ৯টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত মেহদীবাগ  ক্যাম্পাসে থেকে ভর্তির ফরম সংগ্রহ করতে পারবে । অথবা সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্থায়ী ক্যাম্পাস থেকে ভর্তির ফরম সংগ্রহ করা যাবে । এছাড়াও ঘরে বা অফিসে বসে যে কোন সময় অনলানে ভর্তির র্কায্যক্রম সম্পন্ন করতে পারবে বিশ্ববিদ্যালয়ের ওয়েব ঠিকানায় http://www.southern-sis.com:8080/southern/public/application_form.jsp

২৭ ডিসেম্বর : ইংলিশ, এলএলবি, (স্থায়ী ক্যাম্পাস)

২৭ ডিসেম্বর : কম্পিউটার; এমবিএ; এমএসআইটি (মেহদীবাগ ):

২৮ ডিসেম্বর : র্ফামেসী, (মেহদীবাগ )  

৩০  ডিসেম্বর :  বিবিএ,; হোটেল ম্যানেজমেন্ট (স্থায়ী ক্যাম্পাস)

৬ জানুয়ারী : সিভিল (স্থায়ী ক্যাম্পাস)

১০ জানুয়ারী : এল.এল.বি,;  এল.এল এম(স্থায়ী ক্যাম্পাস)

১০ জানুয়ারী : ইইই ; ইসিই (মেহদীবাগ )  

সার্দান ইউনির্ভাসিটি ভর্তির অফিস জানায়, বর্তমানে নয়টি বিভাগে ১৫টি বিষয় চালু রয়েছে। বিস্তারিত জানতে ফোন করা যাবে ০৩১-২৮৫১৩৩৬–৯, নম্বরে। মুঠোফোনেও পাওয়া যাবে সংযোগ। নম্বরটি হলো ০১৯১১৮৮২৭৬৪; ০১৭১১৩৯৫৯৭৭। ওয়েবসাইটের ঠিকানা : www.southern.edu.bd ; ঘরে বসে ফেসবুকে ভর্তির বিষয়ে বিস্তারিত তথ্য পেতে হলে লগ ইন করতে হবে এই ঠিকানায়:www.facebook.com\ www.southernuniversitybangladesh এছাড়াও ঘরে বা অফিসে বসে যে কোন সময় অনলানে পে করতে পারবে বিশ্ববিদ্যালয়ের ওয়েব ঠিকানায়  http://www.southern.edu.bd/payonline/