চীনের ভিক্ষুকরাও অর্থ নিচ্ছে মোবাইল পেমেন্টের মাধ্যমে

0
409

চীনে প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগের ব্যাপারে অনেকেরে ধারনা নাই । সম্প্রতি বেইজিং এ এক ভিক্ষুকের মোবাইলে ভিক্ষা নেয়ার খবর বেশ আলোড়ন তুলেছে। Fazil Irwan নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, তার এক বন্ধু (Cheah Chyuan Yong) রাতের খাবার খেতে যাওয়ার সময় রাস্তায় এক ভিক্ষুক তার কাছে অর্থ চায়, তার বন্ধু বলে যে তার কাছে নগদ অর্থ নেই। সেসময় ভিক্ষুক একটি QR কোড বের করে বলে সমস্যা নেই তুমি আমাকে WeChat এর মাধ্যমেও অর্থ দিতে পারো।

মোবাইল পেমেন্টের মাধ্যমে ভিক্ষা নেয়ার বিষয়টি চীনে সাধারণ ব্যাপার হলেও বর্হিবিশ্বে এখনও সেভাবে প্রচলিত নয়, যার কারনে Fazil Irwan এর শেয়ার করা এই ছবি ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি। ফেসবুকে স্ট্যাটাসটি এখন পর্যন্ত প্রায় ১৭ হাজার বার শেয়ার হয়েছে। এছাড়া বিভিন্ন আন্তজার্তিক মিডিয়াতেও এ নিয়ে খবর প্রকাশ হয়েছে।প্রযুক্তির সহজলভ্যতা, ব্যবহারবান্ধব ও নিরাপদ হওয়ার কারনে সবাই মোবাইলে লেনদেন করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।