মোটর রেসিংকারে সম্ভাবনার পথে চট্টগ্রামের তরুণ আফফান সাদাতআফফান সাদাত সাফওয়ান। চট্টগ্রামের শহরে বড় হলেও উচ্চ শিক্ষার্থে এখন বাস করছেন কানাডাতে | মোটর রেসিংকারে সম্ভাবনার আলোতে তিনি মেলে ধরেছেন বাংলাদেশের পতাকা। আফফান সাদাত দেশের পতাকা নিয়ে একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
এখন আফফান সাদাত এর ছোট ভাই আয়মান সাদাতও মোটর রেসিংকার এ অনুশীলন করছেন | তারা দুই ভাই ই স্বপ্ন দেখেন ক্রিকেট এর মত এই স্পোর্টসেও অচিরেই বিশ্ববাসী বাংলাদেশকেও চিনতে পারবে | আফফান ও আয়মানের বাবা মিকাইল ইসলাম। মোটর রেসিংকারে দুই সন্তান এর প্রতি বিশ্বাস রেখেছেন তিনি। তাই সন্তানদের স্বপ্ন পূরনে তিনি দিয়েছেন তার পুরোটাই।
VOA