ব্ল্যাক হক হেলিকপ্টার দুর্ঘনায় তাইওয়ানের সেনাপ্রধানসহ নিহত

0
823

ব্ল্যাক হক হেলিকপ্টার দুর্ঘনায় তাইওয়ানের সেনাপ্রধানসহ নিহত

আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানের একটি ব্ল্যাক হক হেলিকপ্টার উত্তরাঞ্চলীয় পাহাড়ি এলাকায় জরুরি অবতরণে বাধ্য হয়েছে এবং অন্তত তিন ব্যক্তি নিখোঁজ হয়েছেন। হেলিকপ্টারটিতে ১৩ জন আরোহী ছিলেন। এরমধ্যে তাইওয়ানের একজন শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তা রয়েছেন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, “ব্ল্যাক হক হেলিকপ্টারে ১৩ জন আরোহী ছিলেন যার মধ্যে তাইওয়ানের চিফ অব জেনারেল স্টাফ শেন ইং-মিং ছিলেন। পাহাড়ি এলাকায় নিখোঁজ ব্যক্তিদের কয়েকজনকে জীবিত পাওয়া গেছে তবে এখনো কয়েকজন আটকা পড়ে রয়েছেন।” তাইওয়ান সেনাবাহিনীর চিফ অব জেনারেল  স্টাফ জেনারেল শেন ই-মিং একটি ক্যাম্প পরিদর্শনে যাচ্ছিলেন। নিউ তাইপেই সিটির কাছাকাছি পৌঁছলে হেলিকপ্টারটির সঙ্গে রাডার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইউএইচ-৬০এম হেলিকপ্টারটিতে ক্রুসহ ১৩ জন আরোহী ছিল বলে জানা গেছে। মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, নিউ তাইপে শহর থেকে হেলিকপ্টারটি ওড়ার পর সকাল ৮টা ২২ মিনিটে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আগামী ১১ জানুয়ারি তাইওয়ানে প্রেসিডেন্ট এবং সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগ মুহূর্তে এই দুর্ঘটনা ঘটলো। বর্তমান প্রেসিডেন্ট তিসাই ইং-ওয়েন আজকের জন্য নির্বাচনী প্রচারণা বন্ধের নির্দেশ দিয়েছেন এবং সেনা কর্মকর্তাদের উদ্ধারে সব রকমের প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানিয়েছেন।